• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মানিকগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৬২ 


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১১:১০ এএম
মানিকগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৬২ 

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রওনক মাশরাফি।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নতুন করে আক্রান্ত ৬২ জনসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ২১৭। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৯ জন, সাটুরিয়া ৭, দৌলতপুর ৪, ঘিওর ৮, শিবালয় ১, হরিরামপুর ৭, সিংগাইরের ৬ জন রয়েছেন। 

এখন পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে। এতে জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার বিষয়ে সবাইকে পরামর্শ দেন তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিঙ্গাইরের একটি মাদ্রাসায় তাবলীগ জামাতে আসা চার মুসল্লির করোনা শনাক্ত হওয়ার মাধ্যমে গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Link copied!